দৌলতদিয়া নৌ–পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১টি ড্রজারসহ ২জনকে গ্রেপ্তার করেছে।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এমরান মাহমুদ তুহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ জেলার শিবালয় থানাধীন আলোকদিয়া চরের তারখাম্বার পাশে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে বুধবার (৮জানুয়ারী) অভিযান পরিচালনা করা হয়।এতে আনুমানিক ৬৫ লাখ টাকা মূল্যের ১টি ড্রেজার জব্দসহ সাহাবুদ্দিন খাঁন (৫০) ও আরিফুল ইসলাম হেলাল (৩৫) নামের ২ জনকে আটক করা হয়।
এ ঘটনায় শিবালয় থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।