12:16 pm, Tuesday, 18 March 2025

দৌলতদিয়া যৌনপল্লীর প্রভাবশালী নেত্রী ও তার স্বামী গ্রেপ্তার

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর যৌনকর্মীদের সংগঠন অবহেলিত নারী ঐক্য এর সভানেত্রী ঝুমুর বেগম (৪২) ও তার স্বামী দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল জলিল ফকীরকে (৪৮) গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

থানা পুলিশ সূত্র জানায়, গত রোববার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া রেলস্টেশন এলাকার নিরালা বোর্ডিংয়ের নিজ তলার ৭ নম্বর কক্ষ ঝুমুর বেগমকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২টি রয়্যাল ডাচ বিয়ার ও একটি বিদেশি মদের বোতল উদ্ধার করে। অপরদিকে রোববার ভোর রাতে নিরালা বোর্ডিং থেকে ঝুমুর বেগমের স্বামী ও দৌলতদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল জলিল ফকীরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষ্যম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়।

স্থানীয়রা জানান, ঝুমুর বেগম দৌলতদিয়া যৌনপল্লীর অবহেলিত নারী ঐক্যের সভানেত্রী হিসেবে দীর্ঘদিন ধরে যৌনপল্লীতে ব্যপক প্রভাবশালী ছিল। বিশেষ করে পুলিশের ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি হাবিবুর রহমানের সাথে তার অত্যন্ত সখ্যতা থাকায় গত বছরের ৫ আগস্টের আগ পর্যন্ত তিনি চরম প্রভাবশালী হিসেবে পরিচিত ছিল। এমনকি তৎকালীন পুশিলের কর্মকর্তারও তাকে অনেকটা সমিহ করে চলতো বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে দৌলতদিয়া যৌনপল্লীতে একছত্র মাদক ব্যবসা পরিচালনা করার অভিযোগ করেন স্থানীয় অনেকেই।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, দীর্ঘদিন পলাতক থাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের রোববার রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দৌলতদিয়া যৌনপল্লীর প্রভাবশালী নেত্রী ও তার স্বামী গ্রেপ্তার

Update Time : 01:14:01 pm, Monday, 17 March 2025

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর যৌনকর্মীদের সংগঠন অবহেলিত নারী ঐক্য এর সভানেত্রী ঝুমুর বেগম (৪২) ও তার স্বামী দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল জলিল ফকীরকে (৪৮) গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

থানা পুলিশ সূত্র জানায়, গত রোববার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া রেলস্টেশন এলাকার নিরালা বোর্ডিংয়ের নিজ তলার ৭ নম্বর কক্ষ ঝুমুর বেগমকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২টি রয়্যাল ডাচ বিয়ার ও একটি বিদেশি মদের বোতল উদ্ধার করে। অপরদিকে রোববার ভোর রাতে নিরালা বোর্ডিং থেকে ঝুমুর বেগমের স্বামী ও দৌলতদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল জলিল ফকীরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষ্যম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়।

স্থানীয়রা জানান, ঝুমুর বেগম দৌলতদিয়া যৌনপল্লীর অবহেলিত নারী ঐক্যের সভানেত্রী হিসেবে দীর্ঘদিন ধরে যৌনপল্লীতে ব্যপক প্রভাবশালী ছিল। বিশেষ করে পুলিশের ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি হাবিবুর রহমানের সাথে তার অত্যন্ত সখ্যতা থাকায় গত বছরের ৫ আগস্টের আগ পর্যন্ত তিনি চরম প্রভাবশালী হিসেবে পরিচিত ছিল। এমনকি তৎকালীন পুশিলের কর্মকর্তারও তাকে অনেকটা সমিহ করে চলতো বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে দৌলতদিয়া যৌনপল্লীতে একছত্র মাদক ব্যবসা পরিচালনা করার অভিযোগ করেন স্থানীয় অনেকেই।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, দীর্ঘদিন পলাতক থাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের রোববার রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।