বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী সভা এবং শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০৭:০১:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
- / ৫৯ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের বরাট জনকল্যাণ ফাউন্ডেশন মাঠ চত্বরে মাদক ও সন্ত্রাসের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শনিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১০টায় বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ড. ইঞ্জিনিয়ার চৌধুরী নেসারুল হক এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর এফডিএর উপদেষ্টা মোহাম্মদ আজহারুল ইসলাম, ফরিদপুরের ওজোপা ডিকো’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন ও রাজবাড়ী’র সাগর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সমাজসেবকরা। উদ্বুদ্ধকরণ সভায় বক্তারা মাদক ও সন্ত্রাসের ভয়াবহতা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, মাদক ও সন্ত্রাস সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ থেকে মুক্তি পেতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। পরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এই সময় ফাউন্ডেশনের সভাপতি ড. ইঞ্জিনিয়ার চৌধুরী নেসারুল হক বলেন, “আমরা মানুষের পাশে থাকতে চাই। মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সমাজ গড়তে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।” অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।