6:20 pm, Sunday, 4 May 2025

রাজবাড়ীর ডিসি’র গোয়ালন্দে মতবিনিময়

রাজবাড়ীর জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তার গোয়ালন্দ উপজেলায় সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিসি সুলতানা আক্তার বলেন, “উন্নয়নের অগ্রযাত্রায় প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। এ ক্ষেত্রে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ.দ.) জয়ন্ত দাস, প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দা তাসনুভা মারিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, পৌরসভা, জনস্বাস্থ্য ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা।
মতবিনিময় সভায় সরকারি উন্নয়ন প্রকল্প, জনসেবামূলক কার্যক্রম ও প্রশাসনিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। স্থানীয় সাংবাদিকরা সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে প্রশাসনের সহায়তা কামনা করেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, এ ধরনের সভার মাধ্যমে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে, যা উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করতে সহায়ক হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

‘মানুষ একটা ভাল নির্বাচনের জন্য অপেক্ষায় আছে’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

রাজবাড়ীর ডিসি’র গোয়ালন্দে মতবিনিময়

Update Time : 01:05:05 pm, Tuesday, 4 February 2025

রাজবাড়ীর জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তার গোয়ালন্দ উপজেলায় সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিসি সুলতানা আক্তার বলেন, “উন্নয়নের অগ্রযাত্রায় প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। এ ক্ষেত্রে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ.দ.) জয়ন্ত দাস, প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দা তাসনুভা মারিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, পৌরসভা, জনস্বাস্থ্য ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা।
মতবিনিময় সভায় সরকারি উন্নয়ন প্রকল্প, জনসেবামূলক কার্যক্রম ও প্রশাসনিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। স্থানীয় সাংবাদিকরা সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে প্রশাসনের সহায়তা কামনা করেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, এ ধরনের সভার মাধ্যমে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে, যা উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করতে সহায়ক হবে।