স্টাফ রিপোর্টার
রাজবাড়ীর পাংশায় উপজেলার সরিষা ইউনিয়নের বৃদ্ধা আশালতা দাস হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড দিয়েছে আদালত। সেই সাথে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
বৃহষ্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা দেন । দন্ডিত বিশ্বজিৎ কুমার বিশ্বাস পাংশা উপজেলার সরিষা গ্রামের সুজিৎ বিশ্বাসের ছেলে। বিশ্বজিৎ আশালতার প্রতিবেশী ছিলেন।
মামলার নথী থেকে জানা যায়, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি রাতে স্বর্ণালংকার ছিনিয়ে নিতে বাড়িতে ঢুকে বৃদ্ধা আশালতা দাসকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে বিশ্বজিৎ বিশ্বাস। পরদিন ১৩ ফেব্রুয়ারি সকালে বাড়ির কাজের লোক ঘরের বারান্দায় আশালতা দাসের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ওইদিন নিহতের জামাতা স্বপন কুমার বিশ্বাস অজ্ঞাত আসামি করে পাংশা থানায় একটি মামলা দায়ের করে। পরে পুলিশ সন্দেহভাজন বিশ্বজিৎ কুমার বিশ্বাস গ্রেপ্তার করলে হত্যাকান্ডের বিষয়ে জড়িত থাকার কথা স্বিকার করে জবানবন্দি দেয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী উজির আলী বলেন, মূলত আসামি স্বর্ণালংকার ছিনতাইয়ের জন্যই এ হত্যাকাণ্ড ঘটান। এ রায়ের মধ্য দিয়ে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এ রায়ে আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি।
9:41 pm, Thursday, 3 April 2025
News Title :
পাংশার হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড
-
Reporter Name
- Update Time : 11:49:04 am, Thursday, 5 September 2024
- 81 Time View
Tag :
Popular Post