রাজবাড়ীর কালুখালীতে পদ্মা নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে আব্দুর রাজ্জাক শেখ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার রতনদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
আব্দুর রাজ্জাক কৃষ্ণনগর এলাকার মৃত নওয়াব আলী শেখের ছেলে। তিনি কৃষি কাজের পাশাপাশি পদ্মা নদীতে মাছ শিকার করতেন।
আব্দুর রাজ্জাকের ভাই আব্দুল কুদ্দুস শেখ জানান, দুপুর ২ টার দিকে আব্দুর রাজ্জাকসহ তিনজন নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ শিকার করতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তারা নৌকা নিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছিলেন। হঠাৎ করেই বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই রাজ্জাকের মৃত্যু হয়। এ সময় অপর দুই জেলে আহত হন।
রতনদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনেচ খাঁ বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুর রাজ্জাকের চার মেয়ে ও এক ছেলে রয়েছে।