রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের লক্ষীপুর গড়াই নদীর চরে একটি চক্র বালি উত্তোলন করছিল, বিষয়টা স্থানীয়রা প্রশাসনকে অবগত করলে রাতেই সেনাবাহিনীর সহায়তায় ওই অবৈধ বালি উত্তোলন বন্ধ করে দিয়েছে প্রশাসন।
জানাগেছে, গড়াই নদীতে স্থানীয় কসবামাজাইল ইউনিয়ন পরিষদের ০১ নং ওয়ার্ডের ইউপি সদস্য তানজীল ও লক্ষীপুর গ্রামের লুৎফর মাস্টারের ছেলে সাগরসহ বেশ কয়েকজন নদী থেকে বালি উত্তোলন করে বানিজ্যিক হারে বিক্রি করে আসছিল। এমন সংবাদে রাতেই যৌথ অভিযানে বালি উত্তোলন বন্ধ করে দিয়েছে প্রশাসন। অবৈধ বালি উত্তোলন বন্ধ হওয়ায় এলাকাবাসি প্রশাসনকে অভিনন্দন জানিয়েছেন।
এ ব্যপারে কসবামাজাইল ইউনিয়ন পরিষদের ০১ নং ওয়ার্ডের ইউপি সদস্য তানজীল হোসেন বলেন, আমরা বালি উত্তোলন করছিলাম রাতেই প্রশাসন এসে বন্ধ করে দিয়েছে। আমরা বৈধ ভাবে কাগজপত্র করে বালি উত্তোলন করার চেষ্টা করছি।
3:29 pm, Friday, 4 April 2025
News Title :
গড়াই নদী থেকে বালু উত্তোলন বন্ধ করল প্রশাসন
-
মাসুদ রেজা শিশির॥
- Update Time : 12:54:53 pm, Saturday, 28 September 2024
- 109 Time View
Tag :
Popular Post