পাংশায় আ’লীগের কর্মসূচীর প্রতিবাদে বিক্ষোভ
- আপডেট সময় : ০১:০২:৩১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৫৪ বার পড়া হয়েছে
রাজবাড়ীর পাংশায় আওয়ামীলীগের দেওয়া কর্মসূচীর প্রতিবাদে যুবদল ও ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রবিবার বিকালে পাংশা শহরের বিভিন্ন প্রান্ত থেকে খন্ড খন্ড মিছিল বের করা হয় পরে টেম্পুস্ট্যান্ড এলাকা থেকে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিবাড়ী মোড় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে বক্তরা হুশিয়ারী দিয়ে বলেন পাংশায় আওয়ামীলীগ,যুবলীগ ছাত্রলীগের কোন নেতাকর্মী ব্যানার ধরলে তাদের হাত পা ভেঙ্গে দেওয়া হবে,কেউ নামলে তাদের ঘরে থাকা দায় হবে, আপনারা কোন অধিকারে কর্মসূচী দিতে চান আপনারা মানুষ হত্যা করে লাশ গুম করে রাজনিতি করেছেন পাংশায় কোন কর্মসূচী করতে দেওয়া হবে না।
সমাবেশে বক্তব্য রাখেন- পাংশা পৌর যুবদলের আহ্বায়ক সবুজ সরদার, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মাসুদ রানা জনি, আশরাফুল ইসলাম ফরিদ, পাংশা উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম আহমেদ রুবেল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সদস্য মোঃ শরিফুল ইসলাম, পাংশা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জহুরুল ইসলাম জীবন, পৌর ছাত্রদলের সভাপতি রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শিপন, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আশিক বিল্লাহ, উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক পিয়াস সরদার রিয়াদসহ যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।