রাজবাড়ীর পাংশা সরকারি কলেজ মাঠে মরহুম আব্দুল আজিজ সরদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’র ২য় খেলা বুধবার অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় প্রথমে টসে জিতে ব্যাড করতে নেমে নির্দ্ধারিত ২০ ওভাবে ২৩০ রান সংগ্রহ করে ঢাকা রেঞ্জ বি ক্রিকেট একাডেমি জবাবে পাংশা ক্রিকেট একাডেমি ব্যাড করতে নেমে ১৯ ওভার ৪ বলে সব কয়টি ইউকেট হারিয়ে ২১৫ রান করতে সক্ষম হয়। ফলে মাত্র ১৫ রানে পরাজয় বরণ করেন পাংশা ক্রিকেট একাডেমি।
সকাল সাড়ে ১১ টায় পাংশা সরকারি কলেজ মাঠে ২য় দিনের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাংশা সরকারি কলেজের শিক্ষক সাবেক ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রোকুনুজ্জামান তপু, মরহুম আব্দুল আজিজ সরদারের ছোট ছেলে পাংশা বাজার শিল্প ও বণিক সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ দেলোয়ার সরদার, রাজবাড়ী জেলা ছাত্রদলের অন্যতম নেতা সজীব রাজা,পাংশা সরকারি কলেজ ছাত্রদলের নেতা আমিরুল ইসলাম প্রমুখ।
খেলা পরিচালনায় ছিলেন সাবেক তারকা ক্রিকেটার মোঃ লিটন ও সুমন। অসংখ্য দর্শক মাঠে এসে ২য় দিনের খেলা উপভোগ করেন।
10:57 pm, Saturday, 19 April 2025
News Title :
পাংশায় ক্রিকেট টুর্নামেন্টের ২য় খেলায় ঢাকা রেঞ্জ বি ক্রিকেট একাডেমির জয়
-
মাসুদ রেজা শিশির॥
- Update Time : 11:35:44 am, Wednesday, 5 February 2025
- 104 Time View
Tag :
Popular Post