রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া বাজার এলাকায় সন্ত্রাসী চাদাবাজির বিরুদ্ধে ইউনিয়ন বিএনপির আয়োজনে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মাছপাড়া রেল স্টশন এলাকা থেকে বিশাল মিছিল বের হয়ে মাছপাড়া বাজার প্রদক্ষিণ শেষে স্টেশন এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন পাংশা উপজেলা কৃষক দলের আহবায়ক ও মাছপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিয়া টিপু। সমাবেশে বক্তব্য কালে টিপু মিয়া বলেন আমার নেতা রাজবাড়ী জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবেক সভাপতি রাজবাড়ী-২ আসনের গণমানুষের নেতা মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবু’র নেতৃত্বে আমরা দলের কর্মকান্ড পরিচালনা করে আসছি। দলের মধ্যে থেকে কেউ কোন চাদা বাজি বা সন্ত্রাসী কর্মকান্ড করলে তাদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। আওয়ামীলীগের সাধারণ নিরিহ কর্মীদের উপর কোন প্রচার অত্যাচার জুলুম করা যাবে না, হিন্দুদের উপর কোন প্রকার খবর দারী করবেন না। আমরা মাছপাড়ার মানুষ শান্তিতে মিলে মিশে থাকতে চাই।