‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ রাজবাড়ী ফিল্ড অফিসের সহযোগিতায় দিবসটি পালিত হয়। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: মাসুদুর রহমান রুবেল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসলাম হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ শাহনেওয়াজ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পাংশা মডেল থানার এসআই রাজীব, সাংবাদিক মোক্তার হোসেন, পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: সালাম সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন, পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা খাতুন, ইসলামিক রিলিফ বাংলাদেশ রাজবাড়ীর ফিল্ড অফিসের অফিস ইনচার্জ সুমি বিশ্বাস, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রী, সুধীজন ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন ও পবিত্র গীতা থেকে পাঠ করেন, পাংশা কিশোর-কিশোরী ক্লাবের সঙ্গীত শিক্ষক সুপ্রিয়া গোস্বামী।
3:21 pm, Friday, 4 April 2025
News Title :
পাংশায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত
-
এস.কে পাল (সমীর) ॥
- Update Time : 10:31:18 pm, Monday, 30 September 2024
- 91 Time View
Tag :
Popular Post