রাজবাড়ীর পাংশায় ২০২৪-২০২৫ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ (বকনা বাছুর) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদুর রহমান (রুবেল) এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ। উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদুর রহমান (রুবেল) বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। তাই আমাদের এই সম্পদ রক্ষায় মা ইলিশ ধরা থেকে সকলকে বিরত থাকতে হবে। দেশের সম্পদ রক্ষা করা সকলেরই দায়িত্ব। তাই ইলিশ সম্পদ রক্ষায় মা ইলিশ ডিম না ছাড়া পর্যন্ত আপনাদের ইলিশ ধরা বন্ধ রাখতে হবে। এই কয়দিন ইলিশ ধরা বন্ধ রাখার জন্য সরকার আপনাদের বিকল্প কর্মসংস্থানের জন্য একটি করে বকনা বাছুর উপহার দিচ্ছে। আপনারা এই বাছুরটিকে লালন পালন করে বড় করে তারপর বিক্রি করলে আপনার আর্থিকভাবে লাভবান হবেন।
পরে ২০২৪-২০২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় কার্প মিশ্র চাষ প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ উপকরণ বিতরণ করা হয়। উপজেলার মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের সেকেন সরদারের ছেলে মোঃ সোরাপ সরদারকে কার্প মিশ্র চাষ প্রদর্শনীর এ উপকরণ প্রদান করা করা হয়।
3:25 pm, Friday, 4 April 2025
News Title :
পাংশায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
-
মাসুদ রেজা শিশির॥
- Update Time : 05:40:10 pm, Thursday, 3 October 2024
- 102 Time View
Tag :
Popular Post