পাংশায় তুচ্ছ ঘটনায় বসতবাড়িতে হামলা
- আপডেট সময় : ১০:৩৮:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
- / ১১৯ বার পড়া হয়েছে
রাজবাড়ীর পাংশা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা রমেন সরকারের বাড়িতে ভাঙচুর চালিয়েছে প্রতিবেশী লিটন রায়। এ বিষয়ে রমেন সরকার বাদী হয়ে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর প্রতিবেশী লিটন রায়ের নির্দেশে একই এলাকার উঠতি মাস্তান আদমের ছেলে ছায়েম সহ বেশ কয়েকজন রমেনের বাড়িতে বৃষ্টির ন্যায় পাথর নিক্ষেপ করে। এ ঘটনায় রমেন ও তার পরিবার আতঙ্কিত।
রমেন জানান, প্রতিবেশির নির্মানাধীন ভবনের আবর্জনা আমার বাড়িতে ফেলার প্রতিবাদ করায় তারই ভাড়া করা গুন্ডা ছায়েম আমাকে হুমকি ধামকি দেয় এবং আমার সাথে বাকবিতন্ডে জড়ায়। পরবর্তীতে পার্শ্ববর্তরী সবাই পরিষ্কার করার প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি শান্ত হয়ে যায়। তারপর গত ২৭ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭.৪৫ মিনিটে আমার বাড়িতে বৃষ্টির মত পাথর ছুড়ে আমার রান্নাঘর সহ অন্যান্য সামগ্রি ভাঙচুর করে পালিয়ে যায়। এতে আমার ২ শিশু সন্তান সহ আমার পরিবারের সকল সদস্য নিরাপত্তাহীনতায় ভুগছি। এ মর্মে আমি পাংশা মডেল থানায় একটা অভিযোগ পত্র দাখিল করি। এমতাবস্থায় আমি প্রশাসন এর সুদৃষ্টি কামনা করছি। এ ব্যাপারে অভিযুক্ত লিটন রায়ের সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।