পাংশায় দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ওয়ানশ্যুটার গানসহ তিনজন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:১০:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
- / ৪৬ বার পড়া হয়েছে
রাজবাড়ীর পাংশার পালেরডাঙ্গী এলাকায় সন্ত্রাসী রাসেল ও মিঠু গ্রুপের সংঘর্ষের ঘটনায় পাংশা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে একটি দেশীয় ওয়ানশ্যুটার গান, একটি তরবারি, একটি ড্যাগার এবং একটি লোহার রড উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো পাংশা উপজেলার পালেরডাঙ্গী এলাকার মৃত আঃ হকের ছেলে রাসেল শেখ (৩০), একই এলাকার মৃত কিয়ামুদ্দিনের ছেলে আঃ মালেক (৫৫) ও মৃত কিয়ামুদ্দিন সরদারের ছেলে আবু বক্কার সিদ্দিক (৪৩)।
সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব। তিনি আরও জানান আজ সকাল সাড়ে ১১টার দিকে পাংশা উপজেলাধীন শরিষা ইউনিয়নের পালেরডাঙ্গী এলাকায় সন্ত্রাসী রাসেল গ্রুপ ও মিঠু গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়ায়।
পুলিশ সূত্রে জানা যায়, সংঘর্ষ চলাকালীন রাসেল তার সঙ্গে থাকা দেশীয় ওয়ানশ্যুটার গান দিয়ে গুলি করার ভয় দেখায়। এক পর্যায়ে রাসেল গ্রুপের সদস্য বক্কার ড্যাগার নিয়ে মিঠুকে ধাওয়া করে। এ সময় স্থানীয় আব্দুল মালেক তার ঘরে থাকা তরবারি নিয়ে মিঠু গ্রুপকে ধাওয়া করলে তারা পিছু হটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংঘর্ষে রাসেল আহত হয়ে মালেকের ঘরে আশ্রয় নেয়। পুলিশ অভিযান চালিয়ে রাসেল, আব্দুল মালেক এবং আবু বক্কার সিদ্দিককে গ্রেপ্তার করে। আহত সন্ত্রাসী রাসেলকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশি প্রহরায় চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষে জড়িত মিঠু গ্রুপের কিছু সদস্য পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে। এলাকাবাসীর সহযোগিতায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।