রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের তেলিগাতি গ্রামে রাতের আধারে এক নবজাতকে ফেলে দিয়ে লাপাত্তা হয়েছে তার মা।
এ ঘটনায় পাংশা মডেল থানায় একটি অপমৃত্যুর সাধারন ডায়রী হয়েছে। থানা সুত্রে জানা যায়, অদ্য ০৩/১১/২০২৪ খ্রিঃ তারিখ রাত অনুমান ০১:০০ ঘটিকা হইতে বেলা অনুমান ১১:০০ ঘটিকার মধ্যবর্তী যে কোন সময় পাংশা থানাধীন মৌরাট ইউনিয়নের তেলিগাতি সাকিনস্থ জনৈক কল্পনা বেগম (৪০), স্বামী-মৃত হেলাল উদ্দিন এর বাড়ী সংলগ্ন পুকুর পাড়ের বাঁশঝাড়ের নিচে অজ্ঞাতনামা নবজাতক পুরুষ (বয়স অনুমান ০১ দিন) কে একটি বাজার করা প্লাষ্টিকের ব্যাগের ভিতর মৃত অবস্থায় কে বা কাহারা রেখে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্ঠি হয়েছে।
3:19 pm, Friday, 4 April 2025
News Title :
পাংশায় নবজাতকের মরদেহ উদ্ধার
-
মাসুদ রেজা শিশির॥
- Update Time : 07:11:30 pm, Tuesday, 5 November 2024
- 150 Time View
Tag :
Popular Post