পাংশায় পুলিশী হয়রানির প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ১১:৪৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
- / ১১৯ বার পড়া হয়েছে
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে পুলিশী হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার দুপুরে পাট্টা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আয়োজনে পাট্টা বিলপাড়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দুই শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য দেন পাট্টা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য ও পাট্টা ইউনিয়নের মহিলা দলের সভাপতি আলেয়া বেগম, লিয়াকত সরদার, কামিন মন্ডল, সুজন শেখ, আকুল বিশ্বাস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পাট্টা বাজারের একটি মারামারি ঘটনায় আসামী হয় বিলপাড়া গ্রামের ইসহাক, সজিব, সবুজ। পুলিশ গত বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করতে আসে। কিন্তু তারা পালিয়ে গেলে পুলিশ বিলপাড়া গ্রামের ১৮ থেকে ২০ টি বাড়ীতে গিয়ে নানা ধরনের হয়রানি করতে থাকে। নারীদের সাথে খারাপ আচরণ করে গালাগালি করে। এছাড়া শিশুদের মাথায় অস্ত্র ঠেকিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে। এরপর শুক্রবার রাতে এসে গ্রামের অনেক বাড়ীতে ঘরের বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে তল্লাশি করেছে। পুলিশের এই হয়রানি থেকে মুক্তি চায় এলাকাবাসী।