3:27 pm, Friday, 4 April 2025

পাংশায় পূজা কমিটির সাথে সেনা কর্মকর্তার মতবিনিময়

রাজবাড়ীর পাংশায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো: মিজানুর রহমান। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)  মো: মাসুদুর রহমান রুবেল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ব্রিগেডিয়ার জেনারেল মো: মিজানুর রহমান।

বক্তব্যকালে তিনি বলেন, এবারের পুূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য পাংশাতে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কাজ করবে। কোন রকম সন্ত্রাসী কার্যক্রম হতে দেয়া হবে না। আপনারা নিজ নিজ মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখবেন। আনসার সদস্যরা পালাক্রমে দায়িত্ব পালন করবেন। পূজা মণ্ডপ গুলোতে কোন সময়ই জনশূন্য রাখা যাবে না। তিনি আরো বলেন, আপনারা আত্মবিশ্বাসী হবেন তবে অতি আত্মবিশ্বাসী নয়। আত্মবিশ্বাসের পাশাপাশি আপনাদের প্রত্যেককে সচেতন হতে হবে। পরিশেষে তিনি পাংশাতে এবারে পূজা বৃদ্ধি পাওয়ায় আনন্দিত হন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর রাজবাড়ী ক্যাম্পের লেফটেন্যান্ট কর্ণেল তালুকদার মোহাম্মদ হাসান রেজা, পাংশা ক্যাম্পের ক্যাপ্টেন মারুফ।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রান্তোষ কুন্ডু, সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস, শিব শংকর চক্রবর্তী, লিটন বিশ্বাস, পৌর উদযাপন পরিষদের সভাপতি অশোক পাল, বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক। মতবিনিময় শেষে পাংশা স্টেশন বাজার কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন ব্রিগেডিয়ার জেনারেল মো: মিজানুর রহমান।  প্রসঙ্গত বিগত বছরের চেয়ে এ বছর তিন টা মন্ডপ বৃদ্ধি পেয়েছে বলে পুজা পরিষদের নেতৃবৃন্দ নিশ্চিত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

‘মানুষ একটা ভাল নির্বাচনের জন্য অপেক্ষায় আছে’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

পাংশায় পূজা কমিটির সাথে সেনা কর্মকর্তার মতবিনিময়

Update Time : 08:52:03 pm, Thursday, 10 October 2024

রাজবাড়ীর পাংশায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো: মিজানুর রহমান। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)  মো: মাসুদুর রহমান রুবেল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ব্রিগেডিয়ার জেনারেল মো: মিজানুর রহমান।

বক্তব্যকালে তিনি বলেন, এবারের পুূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য পাংশাতে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কাজ করবে। কোন রকম সন্ত্রাসী কার্যক্রম হতে দেয়া হবে না। আপনারা নিজ নিজ মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখবেন। আনসার সদস্যরা পালাক্রমে দায়িত্ব পালন করবেন। পূজা মণ্ডপ গুলোতে কোন সময়ই জনশূন্য রাখা যাবে না। তিনি আরো বলেন, আপনারা আত্মবিশ্বাসী হবেন তবে অতি আত্মবিশ্বাসী নয়। আত্মবিশ্বাসের পাশাপাশি আপনাদের প্রত্যেককে সচেতন হতে হবে। পরিশেষে তিনি পাংশাতে এবারে পূজা বৃদ্ধি পাওয়ায় আনন্দিত হন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর রাজবাড়ী ক্যাম্পের লেফটেন্যান্ট কর্ণেল তালুকদার মোহাম্মদ হাসান রেজা, পাংশা ক্যাম্পের ক্যাপ্টেন মারুফ।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রান্তোষ কুন্ডু, সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস, শিব শংকর চক্রবর্তী, লিটন বিশ্বাস, পৌর উদযাপন পরিষদের সভাপতি অশোক পাল, বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক। মতবিনিময় শেষে পাংশা স্টেশন বাজার কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন ব্রিগেডিয়ার জেনারেল মো: মিজানুর রহমান।  প্রসঙ্গত বিগত বছরের চেয়ে এ বছর তিন টা মন্ডপ বৃদ্ধি পেয়েছে বলে পুজা পরিষদের নেতৃবৃন্দ নিশ্চিত করেন।