রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের ভাতশালা গ্রামে মাটি বিক্রি করাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ, হামলা ভাংচুর লুটপাটের মত ঘটনা ঘটেছে। এ হামলায় নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছে। আহতরা পাংশা ও খোকসা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পাংশা হাসপাতালে গিয়ে চিকিৎসারত অবস্থায় পাওয়া যায় জলিল মল্লিক, সাগর হাসান, কামেনা খাতুন, আজমল মন্ডল, অপর দিকে ইকবাল খান, শাহাদত খান, রফিক আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার জেরে ভাতশালা গ্রামের শাহজাহান খানের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়েছে। শাহজাহান খান বলেন- ছাত্রলীগের সাবেক নেতা রাসেলের নেতৃত্বে আফসার মেম্বার, রুবেল, রফিক, শফিক গং মিলে এ হামলা চালায়। ভাংচুর শেষে লুটপাট করে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।
পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন আহম্মেদ বলেন এমন সংবাদ পেয়েই তাৎক্ষনিক পুলিশ প্রেরণ করা হয়, ঘটনাস্থল আমিসহ সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল ও সেনাবাহীন সদস্যরা পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
2:57 am, Sunday, 20 April 2025
News Title :
পাংশায় মাটি বিক্রি ও রাস্তা নির্মান বিরোধের জের ধরে সংঘর্ষ, আহত ৭
-
মাসুদ রেজা শিশির॥
- Update Time : 01:29:26 pm, Friday, 14 February 2025
- 215 Time View
Tag :
Popular Post