5:51 pm, Thursday, 10 April 2025

পাংশায় যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় অস্ত্র, গুলি ও ককটেল সহ মোঃ মকলেছুর রহমান ওরফে মকলেছ মন্ডল (৩৬) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মকলেছুর রহমান সুবর্ণখোলা গ্রামের মৃত ছবেদ আলী মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে পাংশা মডেল থানায় পৃথক ৪টি মামলা রয়েছে।
শনিবার রাতে পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পাংশা থানা সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাংশায় অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোস্তারী ফারুক, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আলমগীর হোসেন সহ সঙ্গীয় সেনা সদস্য এবং পাংশা মডেল থানার এসআই মোঃ কামাল হোসেন সঙ্গীয় ফোর্সের যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে সুবর্ণখোলা গ্রামের রতন খার বসত বাড়ির টিনের একচালা বিশিষ্ট রান্না ঘরের পাশে পাটকাঠির পালার ভিতর থেকে দেশীয় তৈরী ১টি একনলা বন্দুক, ২টি কার্তুজ ও ৩টি ককটেল উদ্ধার করাসহ মকলেছ মন্ডলকে আটক করে। সেখানে সন্ত্রাসীরা এলাকায় সন্ত্রাসীমূলক কর্মকান্ড করার জন্য অবস্থান করছিল।
এ ঘটনায় পাংশা মডেল থানায় মকলেছ মন্ডলের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।
পাংশা মডেল থানা পুলিশ নিয়মিত ভাবে কাজ করে যাচ্ছে। নিয়মিত মামলার আসামী, ওয়ারেন্ট তামিল ও সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে আসছে। ওই এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ একাধিক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। পাংশা উপজেলার শরিসা ইউনিয়নের বহলাডাঙ্গা থেকে সন্ত্রাসী সজল, সালমান শাহসহ বেশ কয়েক জনকে গ্রেপ্তার করায় দক্ষিণাঞ্চলে স্বস্তি ফিরেছে।
স্থানীয় একাধিক ব্যাক্তি বলেন, এ অভিযানে সন্ত্রাসীদের গ্রেপ্তার করায় আমরা খুশি। এ অভিযান অব্যাহত থাকলে সমাজের খারাপ প্রকৃতির মানুষ গুলো এলাকায় থাকতে সাহস পাবে না। আমরা সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারব। এ অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরতে সহায়তা করছে বলেও মনে করেন তারা।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাউদ্দিন আহম্মেদ বলেন, অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার এবং অস্ত্রধারী সন্ত্রাসী-চাঁদাবাজদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। তিনি অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তারে গোপনে পুলিশের কাছে তথ্য প্রদানের আহবান জানান। সেই সাথে সকলকে আইন মেনে চলার পরামর্শ প্রদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

‘মানুষ একটা ভাল নির্বাচনের জন্য অপেক্ষায় আছে’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

পাংশায় যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

Update Time : 01:40:43 pm, Sunday, 27 October 2024

রাজবাড়ীর পাংশায় অস্ত্র, গুলি ও ককটেল সহ মোঃ মকলেছুর রহমান ওরফে মকলেছ মন্ডল (৩৬) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মকলেছুর রহমান সুবর্ণখোলা গ্রামের মৃত ছবেদ আলী মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে পাংশা মডেল থানায় পৃথক ৪টি মামলা রয়েছে।
শনিবার রাতে পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পাংশা থানা সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাংশায় অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোস্তারী ফারুক, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আলমগীর হোসেন সহ সঙ্গীয় সেনা সদস্য এবং পাংশা মডেল থানার এসআই মোঃ কামাল হোসেন সঙ্গীয় ফোর্সের যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে সুবর্ণখোলা গ্রামের রতন খার বসত বাড়ির টিনের একচালা বিশিষ্ট রান্না ঘরের পাশে পাটকাঠির পালার ভিতর থেকে দেশীয় তৈরী ১টি একনলা বন্দুক, ২টি কার্তুজ ও ৩টি ককটেল উদ্ধার করাসহ মকলেছ মন্ডলকে আটক করে। সেখানে সন্ত্রাসীরা এলাকায় সন্ত্রাসীমূলক কর্মকান্ড করার জন্য অবস্থান করছিল।
এ ঘটনায় পাংশা মডেল থানায় মকলেছ মন্ডলের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।
পাংশা মডেল থানা পুলিশ নিয়মিত ভাবে কাজ করে যাচ্ছে। নিয়মিত মামলার আসামী, ওয়ারেন্ট তামিল ও সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে আসছে। ওই এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ একাধিক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। পাংশা উপজেলার শরিসা ইউনিয়নের বহলাডাঙ্গা থেকে সন্ত্রাসী সজল, সালমান শাহসহ বেশ কয়েক জনকে গ্রেপ্তার করায় দক্ষিণাঞ্চলে স্বস্তি ফিরেছে।
স্থানীয় একাধিক ব্যাক্তি বলেন, এ অভিযানে সন্ত্রাসীদের গ্রেপ্তার করায় আমরা খুশি। এ অভিযান অব্যাহত থাকলে সমাজের খারাপ প্রকৃতির মানুষ গুলো এলাকায় থাকতে সাহস পাবে না। আমরা সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারব। এ অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরতে সহায়তা করছে বলেও মনে করেন তারা।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাউদ্দিন আহম্মেদ বলেন, অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার এবং অস্ত্রধারী সন্ত্রাসী-চাঁদাবাজদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। তিনি অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তারে গোপনে পুলিশের কাছে তথ্য প্রদানের আহবান জানান। সেই সাথে সকলকে আইন মেনে চলার পরামর্শ প্রদান করেন।