9:47 pm, Thursday, 3 April 2025

পাংশায় যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার 

রাজবাড়ীর পাংশায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও বন্দুকসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাত আনুমানিক ৪টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী উপজেলার সরিষা ইউনিয়নের সরিষা পূর্বপাড়া গ্রামের ছালামের ছেলে জাহাঙ্গীর জাহান বনি (২৪)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে পাংশা থানাধীন সরিষা পূর্বপাড়া এলাকায় ছালামের বসত বাড়ি ঘেরাও করে। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে আসামী বনি পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। এসময় তার বসত ঘর তল্লাশী করে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ, একটি ধারালো হাসুয়া, একটি ধারালো দা, একটি দা, একটি চাপাতি, দুইটি ছোরা, একটি Infinix x 680 মডেলের এ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি Itel বাটন মোবাইল ফোন সীমসহ, একটি নষ্ট Symphony বাটন মোবাইল, একটি iphone 14 promax মোবাইল, একটি এ্যানড্রয়েড Sony Xperia মোবাইল, একটি নষ্ট Infinix zero মডেলের এ্যান্ড্রয়েড মোবাইল, একটি নষ্ট Tecno এ্যান্ড্রয়েড মোবাইল, একটি Samsung এ্যান্ড্রয়েড মোবাইল, ২৫ টি মেমোরি কার্ড ২৫ টি, ১০৩ টি  গ্রামীণফোন সিম কার্ড, রবি অপারেটরের ৩৯ টি সিম কার্ড, বাংলালিংক অপারেটরের ৩৪ টি সিম কার্ড, এয়ারটেল অপারেটরের ১৮ টি সিম কার্ড, অনান্য ০৫ টি সিম কার্ডসহ সর্বমোট ১৯৯টি সিম কার্ড উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন, পাংশা অস্থায়ী ক্যাম্পের ক্যাপ্টেন সাজিদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: জোবায়ের ও পাংশা থানার এসআই মো: মিনহাজ উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স।

এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে (মামলা নং-১০)। আসামীর নিকট থেকে জব্দকৃত মালামাল সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

‘মানুষ একটা ভাল নির্বাচনের জন্য অপেক্ষায় আছে’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

পাংশায় যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার 

Update Time : 06:56:58 pm, Sunday, 15 December 2024

রাজবাড়ীর পাংশায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও বন্দুকসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাত আনুমানিক ৪টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী উপজেলার সরিষা ইউনিয়নের সরিষা পূর্বপাড়া গ্রামের ছালামের ছেলে জাহাঙ্গীর জাহান বনি (২৪)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে পাংশা থানাধীন সরিষা পূর্বপাড়া এলাকায় ছালামের বসত বাড়ি ঘেরাও করে। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে আসামী বনি পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। এসময় তার বসত ঘর তল্লাশী করে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ, একটি ধারালো হাসুয়া, একটি ধারালো দা, একটি দা, একটি চাপাতি, দুইটি ছোরা, একটি Infinix x 680 মডেলের এ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি Itel বাটন মোবাইল ফোন সীমসহ, একটি নষ্ট Symphony বাটন মোবাইল, একটি iphone 14 promax মোবাইল, একটি এ্যানড্রয়েড Sony Xperia মোবাইল, একটি নষ্ট Infinix zero মডেলের এ্যান্ড্রয়েড মোবাইল, একটি নষ্ট Tecno এ্যান্ড্রয়েড মোবাইল, একটি Samsung এ্যান্ড্রয়েড মোবাইল, ২৫ টি মেমোরি কার্ড ২৫ টি, ১০৩ টি  গ্রামীণফোন সিম কার্ড, রবি অপারেটরের ৩৯ টি সিম কার্ড, বাংলালিংক অপারেটরের ৩৪ টি সিম কার্ড, এয়ারটেল অপারেটরের ১৮ টি সিম কার্ড, অনান্য ০৫ টি সিম কার্ডসহ সর্বমোট ১৯৯টি সিম কার্ড উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন, পাংশা অস্থায়ী ক্যাম্পের ক্যাপ্টেন সাজিদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: জোবায়ের ও পাংশা থানার এসআই মো: মিনহাজ উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স।

এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে (মামলা নং-১০)। আসামীর নিকট থেকে জব্দকৃত মালামাল সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।