রাজবাড়ীর পাংশা উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে রাতের আধারে দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা।
গত ১৮-১৯ ডিসেম্বর রাতে এসব শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় পাংশা উপজেলা সহকারী কমিশনার ভ’মি মোহাঃ মাসুদুর রহমান রুবেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসলাম হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অসহায় শীতার্ত মানুষের কথা চিন্তা করে বিভিন্ন গ্রামে বাড়ীতে বাড়ীতে গিয়ে এসব মানুষের হাতে কম্বল তুলে দেওয়ায় স্থানীয়দের প্রশংসা পেয়েছেন তিনি।