পাংশায় সমাজসেবা দিবস পালিত
- আপডেট সময় : ১২:২১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
- / ৪৫ বার পড়া হয়েছে
”নেই পাশে কেউ যার-সমাজসেবা আছে তার” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য ওয়াকাথন, আড্ডা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ওয়াকাথন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ওয়াকাথন প্রতিযোগীতা শেষে কল্যাণ রাষ্ট্র গঠনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা ও তরুণ প্রজন্মের প্রত্যাশা বিষয়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। আড্ডার সূচনা করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম। আড্ডা পরিচলনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. আবু দারদা।
এ সময় উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ওয়াকাথনে অংশগ্রহণ করা শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।