3:23 pm, Friday, 4 April 2025

পাংশায় সরকারি হালট দখলমুক্ত ও রাস্তা নির্মাণের আবেদন

রাজবাড়ীর পাংশা পৌরসভার ৯নং ওয়ার্ডের মৈশালা গ্রামে সরকারি হালট দখলমুক্ত ও রাস্তা নির্মাণের জন্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর ৩৫ জনের স্বাক্ষরে একটি দরখাস্ত দিয়েছে এলাকাবাসী।
দরখাস্ত সূত্রে জানা যায়, ৯নং ওয়ার্ডের মৈশালা গ্রামের পানির পাম্প সংলগ্ন এসএ ১৮৭ নং হালট এলাকাবাসী রাস্তা হিসাবে ব্যবহার করতো। বর্তমানে বিএস ১৭১ রেকর্ডীয় প্রজাগণ আংশিক কেটে নিয়েছে এবং এলাকাবাসীর যাতায়াতের রাস্তাটি বন্ধ করে দিয়েছে। রাস্তাটি এলাকার জনগুরুত্বপূর্ণ রাস্তা বলে জানিয়েছে তারা। সরকারি হালটটি দখল মুক্ত করে রাস্তাটি নির্মাণ করা হলে এলাকাবাসী ভীষণভাবে উপকৃত হবে। সোমবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, হালটটিতে পার্শ্ববর্তী মোঃ ফজলুল হক গং একটি টিনের ঘর উত্তোলন করে ভাড়া প্রদান করেছে। যাতে করে রাস্তাটিতে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মোঃ ফজলুল হক জানান, বাড়ির সামনে সরকারি হালট থাকলে তা পার্শ্ববর্তীরাই ব্যবহার করে থাকে বিধায় আমরা একটি ঘর উত্তোলন করেছি। তবে ঘরটি থাকায় এলাকাবাসীর চলাচলে কোন প্রতিবন্ধকতা নেই। দীর্ঘদিন ধরে আমরা সরকারি হালটটি ব্যবহার করে আসছি। ক্ষোভের বশবর্তী হয়ে আমাদের বিরুদ্ধে কেউ এমনটি করতে পারে বলে তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

‘মানুষ একটা ভাল নির্বাচনের জন্য অপেক্ষায় আছে’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

পাংশায় সরকারি হালট দখলমুক্ত ও রাস্তা নির্মাণের আবেদন

Update Time : 10:34:53 pm, Monday, 30 September 2024

রাজবাড়ীর পাংশা পৌরসভার ৯নং ওয়ার্ডের মৈশালা গ্রামে সরকারি হালট দখলমুক্ত ও রাস্তা নির্মাণের জন্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর ৩৫ জনের স্বাক্ষরে একটি দরখাস্ত দিয়েছে এলাকাবাসী।
দরখাস্ত সূত্রে জানা যায়, ৯নং ওয়ার্ডের মৈশালা গ্রামের পানির পাম্প সংলগ্ন এসএ ১৮৭ নং হালট এলাকাবাসী রাস্তা হিসাবে ব্যবহার করতো। বর্তমানে বিএস ১৭১ রেকর্ডীয় প্রজাগণ আংশিক কেটে নিয়েছে এবং এলাকাবাসীর যাতায়াতের রাস্তাটি বন্ধ করে দিয়েছে। রাস্তাটি এলাকার জনগুরুত্বপূর্ণ রাস্তা বলে জানিয়েছে তারা। সরকারি হালটটি দখল মুক্ত করে রাস্তাটি নির্মাণ করা হলে এলাকাবাসী ভীষণভাবে উপকৃত হবে। সোমবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, হালটটিতে পার্শ্ববর্তী মোঃ ফজলুল হক গং একটি টিনের ঘর উত্তোলন করে ভাড়া প্রদান করেছে। যাতে করে রাস্তাটিতে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মোঃ ফজলুল হক জানান, বাড়ির সামনে সরকারি হালট থাকলে তা পার্শ্ববর্তীরাই ব্যবহার করে থাকে বিধায় আমরা একটি ঘর উত্তোলন করেছি। তবে ঘরটি থাকায় এলাকাবাসীর চলাচলে কোন প্রতিবন্ধকতা নেই। দীর্ঘদিন ধরে আমরা সরকারি হালটটি ব্যবহার করে আসছি। ক্ষোভের বশবর্তী হয়ে আমাদের বিরুদ্ধে কেউ এমনটি করতে পারে বলে তিনি জানান।