রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোরাই গরুসহ ২ চোরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার সেকেন্ট অফিসার এস আই মোঃ তারিকুল ইসলাম। তিনি বলেন, পাংশা থানা পুলিশ ঝিনাদাহ জেলার শৈলকুপা থানা এলাকা থেকে চুরি হওয়া গরু ও ২ চোরকে গ্রেফতার করে নিয়ে এসেছে। এ ঘটনায় গরুর মালিক আকবার আলী প্রামানিক বাদী হয়ে পাংশা থানায় মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃতরা হলো, পেশাদার গরু চোর কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মানিকাট গ্রামের আনছার শেখের ছেলে ইমন শেখ ও একই এলাকার বাকি বিল্লাহ’র ছেলে মোহাম্মাদ রায়হান।
স্থানীয়রা জানান, মানিককাট থেকে একটি গরু চুরি করে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের গোপালপুর এলাকায় গরু নিয়ে একটি মাঠে বেধে রাখে সকালে ওই গরু নিয়ে যাবে এমন প্রত্যাশায় ছিল চোরের দল। অপরদিকে স্থানীয়রা সকালে ওই স্থানে গরু দেখতে পেয়ে গোপালপুর বাজার এলাকায় গরু নিয়ে বেধে রাখে এবং মাইকিং ও ফেসবুকে গরুর ছবি দিয়ে প্রকৃত মালিকের সন্ধান করতে থাকে এক প্রর্যায়ে ওই গরুর মালিক তা জানতে পেরে গোপালপুর এসে গরু নিয়ে যায়। এদিকে ওই চোরের দল যেখানে গরু বেধে রেখেছিল সেই স্থানে গোপালপুর গ্রামের আকবর আলী প্রামানিক গরু বেধে রাখে। চোর রাতে যেখানে গরু রেখেছিল সেখানে ওই গরু দেখতে পেয়ে ভ্যান যোগে গরু তুলে নিয়ে একটি গরুর হাটে বিক্রির জন্য নিয়ে গেলে পাংশা থানা পুলিশের সহায়তায় সেখান থেকে গরু উদ্ধার করে হাতে নাতে চোরদের গ্রেফতার করা হয়। সম্প্রতি পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুইজোর গ্রাম থেকে গরু চুরির ঘটনায় চোরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পাংশা থানা পুলিশ।
3:25 pm, Friday, 4 April 2025
News Title :
পাংশায় ২ চোর গ্রেফতার, চোরাই গরু উদ্ধার
-
মাসুদ রেজা শিশির॥
- Update Time : 07:08:58 pm, Tuesday, 5 November 2024
- 146 Time View
Tag :
Popular Post