বালিয়াকান্দিতে অর্থ হাতিয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের ফিল্ড এ্যাসিসটেন্ট আত্মগোপন
- আপডেট সময় : ১২:২৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
- / ১১৮ বার পড়া হয়েছে
রাজবাড়ীর বালিয়াকান্দিতে গ্রাহকদের অর্থ হাতিয়ে ও বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের ফিল্ড এ্যাসিসটেন্ট তুষার কান্তি মন্ডল গাঢাকা দিয়েছে। প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে পরিবার পরিজন নিয়ে ভারতে পাড়ি জমিয়ে বলে এলাকার লোকজন ধারণা করছেন।
এলাকাবাসী জানিয়েছেন, গ্রাহকের টাকা, বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক থেকে নামে বেনামে ঋণ গ্রহণ করে। হঠাৎ করেই বাবা, মা, স্ত্রী ও সন্তান নিয়ে গাঢাকা দিয়েছে। পরে শুনতে পাচ্ছি ভারতে পাড়ি জমিয়েছে।
বালিয়াকান্দি উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম বলেন, গত ৩০ অক্টোবর ফিল্ড এ্যাসিসটেন্ট তুষার কান্তি মন্ডল তার ছেলেকে ডাক্তার দেখানোর কথা বলে যায়। এরপর থেকে কর্মস্থলে অনুপস্থিত। তিনি বলেন, অডিট করা হয়েছে। তবে রিপোর্ট দাখিল না হওয়ায় কত টাকা সে আত্মসাৎ করেছে বলা যাচ্ছে না। তার স্ত্রী ও বাবার খোঁজ মিলছে না।উর্ধতন কতৃপক্ষের নিকট লিখিত ভাবে অবগত করা হয়েছে। তিনি আরও বলেন, ফিল্ড এ্যাসিসটেন্ট তুষার কান্তি মন্ডল এনআরবিসি ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক থেকে টাকা ঋণ নিয়েছে বলে তারা অবগত করছেন। আগে কেউ কিছু অবগত না করলেও আত্মগোপনে থাকার খবরে এখন অনেকেই বলতে শুরু করেছে তাকে টাকা দিয়েছে। এ বিষয়ে জানতে তুষার কান্তি মন্ডলের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।