বালিয়াকান্দিতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ১২:৩৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
- / ২৫ বার পড়া হয়েছে
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ১২৮জন শিক্ষার্থীকে কোরআন ছবক ও ১৮ শ্রেষ্ঠ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছে।
বুধবার সকালে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু জামে মসজিদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মাওলানা মোঃ রশিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ কেয়ার টেকার ফারুক-ই আজমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এম এম হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন, বিএনপি নেতা আব্দুল ওহাব মন্ডল। শুভেচ্ছা বক্তৃতা করেন, মডেল কেয়ার টেকার মোঃ মোতাহার হোসেন খান। অন্যান্যের মধ্যে অভিভাবক সাদিপুর আমিনা ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা কোরবান আলী, শিক্ষার্থী মোছাঃ আয়শা মালিহা প্রমুখ। ছবক প্রদান করেন, রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মোঃ গোলাম মওলা। নাতে রাসুল পরিবেশন করেন, মোঃ রিয়াদ মন্ডল। পরে ৮টি কেন্দ্রের ১২৮জন শিক্ষার্থীকে কোরআন ছবক ও ১৮জন শ্রেষ্ঠ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা।