বালিয়াকান্দি স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক গ্রেপ্তার

- আপডেট সময় : ১২:৫৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৯৮ বার পড়া হয়েছে
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহেল মাহমুদ (মন্টু) কে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন। গ্রেপ্তার সোহেল মাহমুদ (মন্টু) বালিয়াকান্দি সদর ইউনিয়নের দুর্গাবতী গ্রামের মৃত আবুল বাসার ভূঁইয়ার ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হওয়ার আগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা রয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে একটি পেঁয়াজক্ষেতে ওষুধ দেওয়ার সময় এলাকাবাসী তাকে চিনে ফেলে এবং চারদিক থেকে ঘিরে রাখে। পরে বালিয়াকান্দি থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দিন বলেন, এলাকাবাসী সোহেল মাহমুদকে আটক করে আমাদের খবর দেয়। পরে আমরা গিয়ে তাকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।