রাজবাড়ীতে অস্ত্র-গুলির মামলায় মোঃ আলম মন্ডল (৪০) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২ ৭ বছরের কারাদণ্ডের আাদেশ দিয়েছেন আদালত। সে পাংশা উপজেলার পালেরডাঙ্গী গ্রামের রমজান আলী মন্ডলের ছেলে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় প্রদান করেন। রায়ের সময় আলম মন্ডল আদালতে অনুপস্থিত ছিলেন।
মামলা সুত্রে জানাগেছে, ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর ভোর সোয়া ৫টার সময় পাংশা থানা পুলিশ উপজেলার পালেরডাঙ্গী গ্রামের ইউনুছের চায়ের দোকানের সামনে কাচা রাস্তার উপর থেকে একটি দেশী তৈরী ওয়ান শুটারগান, দু’টি কার্তুজসহ মোঃ আলম মন্ডলকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে পাংশা থানার এএসআই মোঃ মাসুদুল ইসলাম বাদী হয়ে পাংশা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। তার বিরুদ্ধে আরও ৪টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, দীর্ঘ শুনানি শেষে আসামী আলম মন্ডলের কাছে অবৈধ অগ্নেয় অস্ত্র রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২টি গুলি রাখার দায়ে ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এ রায়ে আমরা রাষ্ট্র পক্ষ সন্তুষ্ট।