রাজবাড়ীতে আন্তর্জাতিক দূর্ণীতিবিরোধী দিবস পালন
- আপডেট সময় : ১২:১২:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
- / ৩৯ বার পড়া হয়েছে
“সবাই মিলে গড়ব দেশ, দুর্ণীতিমুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে আন্তর্জাতিক দূর্ণীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন ঘোষনা করা হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়কে গিয়ে মানববন্ধনে অংশ নেয়। পরে দিবসটির গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় দূর্ণীতি দমন ও দূর্ণীতি বিরোধী কাজ করতে সবাইকে ঐক্যবদ্ধ আহ্বান জানানো হয়। এছাড়া জেলার ৫টি উপজেলায় দিবসটি উপলক্ষে অনুরূপ কর্মসূচী পালিত হয়।