ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় সারাদেশে নিহত শহীদদের স্মরণে রাজবাড়ীতে শহীদী মার্চ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে জেলা শহরের পান্না চত্ত্বর থেকে শহীদী মার্চ বের করে শিক্ষার্থীরা।
এ সময় শহীদী মার্চে শিক্ষার্থী সাঈদুজামান সাকিব, আয়াত ইসলাম, রাজিব মোল্লা রিয়াজুল ইসলাম, তাহসিন তামীম, মীর মাহমুদ সুজন, টোকন মোল্লাসহ জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারন জনগণ অংশ নেয়।
শহীদী মার্চ বড়পুল এলাকা প্রদক্ষিণ করে রাজবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
পরে সেখানে আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া মোনাজাত করা হয়।