10:53 pm, Saturday, 19 April 2025

রাজবাড়ীতে সরস্বতী পূজা উদযাপিত

বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীর পূজা আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে সারাদেশের মতো রাজবাড়ীতেও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে বাণী অর্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, সাদা রাজহাঁসে চড়ে দেবী সরস্বতী পৃথিবীতে আসেন এবং জ্ঞান, সত্য ও ন্যায়ের আলো ছড়িয়ে দেন। পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত এই পূজায় শিক্ষার্থীরা দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং জ্ঞান লাভের আশায় প্রার্থনা করেন।রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে এই পূজা উদযাপন করা হচ্ছে। সরস্বতী পূজাকে কেন্দ্র করে বিভিন্ন আয়োজনে মুখরিত সনাতন ধর্মাবলম্বীদের বসতবাড়ি ও মন্দির। পূজা ছাড়াও অন্যান্য অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে—পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জা। সরস্বতী পূজা উপলক্ষে সনাতন সম্প্রদায়ের ঘরে ঘরে চলছে উৎসবের আমেজ। দেবীর চরণে প্রণতি জানিয়ে ভক্তরা প্রার্থনা করছেন বিদ্যা ও জ্ঞানের আলোয় নিজেদের আলোকিত করার জন্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

‘মানুষ একটা ভাল নির্বাচনের জন্য অপেক্ষায় আছে’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

রাজবাড়ীতে সরস্বতী পূজা উদযাপিত

Update Time : 12:48:43 pm, Monday, 3 February 2025

বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীর পূজা আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে সারাদেশের মতো রাজবাড়ীতেও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে বাণী অর্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, সাদা রাজহাঁসে চড়ে দেবী সরস্বতী পৃথিবীতে আসেন এবং জ্ঞান, সত্য ও ন্যায়ের আলো ছড়িয়ে দেন। পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত এই পূজায় শিক্ষার্থীরা দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং জ্ঞান লাভের আশায় প্রার্থনা করেন।রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে এই পূজা উদযাপন করা হচ্ছে। সরস্বতী পূজাকে কেন্দ্র করে বিভিন্ন আয়োজনে মুখরিত সনাতন ধর্মাবলম্বীদের বসতবাড়ি ও মন্দির। পূজা ছাড়াও অন্যান্য অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে—পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জা। সরস্বতী পূজা উপলক্ষে সনাতন সম্প্রদায়ের ঘরে ঘরে চলছে উৎসবের আমেজ। দেবীর চরণে প্রণতি জানিয়ে ভক্তরা প্রার্থনা করছেন বিদ্যা ও জ্ঞানের আলোয় নিজেদের আলোকিত করার জন্য।