ইউপি সদস্যদের অপসারণ না করার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
- আপডেট সময় : ০২:০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
- / ৮৯ বার পড়া হয়েছে
ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের অপসারণ না করার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে রাজবাড়ীর সকল ইউপি সদস্যবৃন্দের ব্যানারে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, ইউপি সদস্য ও জেলা আহবায়ক মোঃ আব্দুল হালিম, যুগ্ম আহবায়ক আকমল হোসেন, শফিকুল ইসলাম, ইব্রাহীম মোল্লা, কামাল হোসেন, ওসমান গণি প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন গণমাধ্যমে এ মাসেই ইউনিয়ন পরিষদে নির্বাচিত ইউপি সদস্যদের অপসারণের খবর প্রকাশিত হচ্ছে। এমন খবরে চিন্তিত হয়ে পড়েছেন ইউপি সদস্যরা। তারা বলেন, আমরা তৃণমূলে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। এলাকার জনসেবা দিয়ে আসছি। এ অবস্থায় আমাদেরকে অপসারণ করা হলে জনসেবায় মারাত্মক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এজন্য জনপ্রতিনিধিদের অপসারণ না করার দাবি জানান ইউপি সদস্যরা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা।