রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ৩৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাজরাকান্দা এলাকার মৃত সুরেন সাহা’র ছেলে সনজিত সাহা (৩৫)। তিনি গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া রুবেলের বাড়ী ভাড়া নিয়ে বর্তমানে সেখানে বসবাস করেন। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব। এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মফিজুল ইসলামের দিকনির্দেশনায় এসআই আতাউর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ সদর উপজেলাধীন খানখানাপুর রেলক্রসিং এর পূর্ব পাশে জনৈক গোলাম মওলার গ্যারেজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী প্রিয়া ক্লাসিক বাস (ফরিদপুর-ব- ১১-০১৩৬) এ থাকা ৪৫ নম্বর সিটের যাত্রী সনজিত সাহা’র দখল হইতে ৩৫ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মফিজুল ইসলাম আরও জানান গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।