গ্রাম বাংলা পিঠার সাথে শিক্ষার্থীদের পরিচিত করতে রাজবাড়ীতে পিঠা উৎসব

- আপডেট সময় : ০১:০০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- / ৫৭ বার পড়া হয়েছে
রাজবাড়ী কালেক্টরেট স্কুলে গ্রাম বাংলার ঐহিত্য পুলি-পিঠার সাথে শিক্ষার্থীদের পরিচিত করতে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ে শ্রেনী কক্ষে প্রধান অতিথি হিসাবে এই পিঠা উৎসবে উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার। এ সময় প্রধান অতিথিসহ অন্যান্যরা প্রদর্শনীর জন্য রাখা চিতই, পুলি, দুধ পুলি, বড়, পাটি সাপটাসহ নাম জানা-অজানা হরেক রকমের পিঠা পরিদর্শন করেন। উৎসবে প্রায় ৩০ ধরনের পিঠার সমারহ ঘটে। পরে প্রদর্শনীর জন্য শিক্ষার্থী ও অভিভাকদের জন্য উন্মুক্ত করাসহ খাবার ব্যবস্থা করা হয়। এ ধরনের আয়োজন করায় স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে অভিভাকরা বলেন, বাড়ীতে পিঠা তৈরি করা হলেও এরকম বৃহৎ পরিসরে হয় না। এখানে অনেক নাম না জানা পিঠা আছে। যার মাধ্যমে কমলমোতি শিক্ষার্থীরা যেমন গ্রাম বাংলার পিঠা সম্পর্কে জানছে, তেমনি অভিভাবক হিসাকে তারাও জানতে পারছেন। প্রতিটি স্কুলে এমন আয়োজন হওয়া উচিত। এদিকে পিঠা উৎসবের আগে বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এতে রাজবাড়ী কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসাবে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক সহ অনেকে উপস্থিত ছিলেন।