ঘুরে ঘুরে শীতার্তদের হাতে কম্বল তুলে দিচ্ছেন রাজবাড়ী’র ডিসি
- আপডেট সময় : ০৮:০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
- / ৭০ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে তীব্র শীতে চরম দুর্ভোগে রয়েছে বিভিন্ন স্থানে বসবাসেরকারী ছিন্নমূল হতদরিদ্ররা। এ পরিস্থিতিতে এদের পাশে দাঁড়িয়েছেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তার প্রচেষ্টায় সরকারের কাছ থেকে রাজবাড়ীর জন্য এসেছে বিশেষ শীত বস্ত্রের বরাদ্দ।
এরই অংশ হিসেবে শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে রাজবাড়ী জেলার আলীপুর, কুটিরহাট ও শহীদওহাবপুর এলাকায় হতদরিদ্র শীতার্ত মানুষ এবং কাজীকান্দা পীঠতলার মাঠ এলাকায় হতদরিদ্র গৃহকর্মীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এসময় আরও উপস্থিত ছিলেন জ্যোতিশ্বর পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), রাজবাড়ী, মারিয়া হক, উপজেলা নির্বাহী অফিসার, রাজবাড়ী সদর সহ নেজারত ডেপুটি কালেক্টর, রাজবাড়ী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, রাজবাড়ী এবং জেলা প্রশাসন, রাজবাড়ীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।