11:51 pm, Sunday, 6 April 2025

দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি

রাজবাড়ী থেকে প্রকাশিত দৈনিক রাজবাড়ী কণ্ঠের প্রকাশক প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে রাজবাড়ীর সর্বস্তরের সাংবাদিক সমাজের পক্ষ থেকে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। পরে পুলিশ সুপারের নিকটও স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এ্যাড. খান মোঃ জহুরুল হক। এসময় জেলার শতাধিক প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলেন, রাজবাড়ী জেলা থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক রাজবাড়ী কণ্ঠ পত্রিকার প্রকাশক বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খান গত ৫ আগস্ট রাজধানী ঢাকার উত্তরায় সক্রিয় অংশগ্রহণ, নিজের অর্থে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মধ্যে খাবার পানি ও কোমল পানীয় বিতরণ করেন। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একজন সক্রিয় সমর্থক হিসেবে বিভিন্নভাবে অংশগ্রহণের পরও একটি স্বার্থান্বেষী মহল ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে প্রশ্নবিদ্ধ করার মানসে প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খানকে উদ্দেশ্যমূলক রাজধানী ঢাকার মিরপুর, সাভার থানার দুইটি মামলায় আসামীভূক্ত করা হয়েছে। এছাড়া রাজবাড়ীর কালুখালী সহ বিভিন্ন থানায় বিভিন্ন ব্যক্তিকে দিয়ে কাল্পনিক ঘটনা উল্লেখে মামলা দায়েরের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে আমরা রাজবাড়ীর সাংবাদিক সমাজ সুস্পষ্টভাবে বলতে চাই, ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় কোন ব্যক্তি জড়িত থাকলে তার বিরুদ্ধে মামলা দায়ের সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে আমাদের কোন কথা নেই। কিন্তু কোন ঘটনার সাথে ন্যূনতম সম্পৃক্ততা নেই এমন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় আমরা হতবাক ও বিস্মিত। কারণ প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খান নিজের চোঁখের চিকিৎসার জন্য গত ১৯ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত দেশের বাইরে অবস্থান করেন এবং উমরা হজ্ব পালনের উদ্দেশ্যে গত ৬ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত সময়কাল দেশের বাহিরে অবস্থান করেন। কিন্তু দেশের বাইরে অবস্থানকালীন সময়ের ঘটনা উল্লেখে মামলা দায়ের ও আসামীর শ্রেণীভুক্ত করার ঘটনা সত্যিই অনভিপ্রেত। রাজবাড়ীর সাংবাদিক সমাজের পক্ষ থেকে এহেন ঘটনার তীব্র নিন্দা এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে উল্লেখিত মামলা সমূহ থেকে অব্যাহতির দাবী জানাচ্ছি। নইলে আইনের শাসন ও ন্যায় বিচার বাধাগ্রস্ত হয়ে পড়বে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

‘মানুষ একটা ভাল নির্বাচনের জন্য অপেক্ষায় আছে’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি

Update Time : 09:38:28 am, Thursday, 19 September 2024

রাজবাড়ী থেকে প্রকাশিত দৈনিক রাজবাড়ী কণ্ঠের প্রকাশক প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে রাজবাড়ীর সর্বস্তরের সাংবাদিক সমাজের পক্ষ থেকে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। পরে পুলিশ সুপারের নিকটও স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এ্যাড. খান মোঃ জহুরুল হক। এসময় জেলার শতাধিক প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলেন, রাজবাড়ী জেলা থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক রাজবাড়ী কণ্ঠ পত্রিকার প্রকাশক বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খান গত ৫ আগস্ট রাজধানী ঢাকার উত্তরায় সক্রিয় অংশগ্রহণ, নিজের অর্থে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মধ্যে খাবার পানি ও কোমল পানীয় বিতরণ করেন। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একজন সক্রিয় সমর্থক হিসেবে বিভিন্নভাবে অংশগ্রহণের পরও একটি স্বার্থান্বেষী মহল ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে প্রশ্নবিদ্ধ করার মানসে প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খানকে উদ্দেশ্যমূলক রাজধানী ঢাকার মিরপুর, সাভার থানার দুইটি মামলায় আসামীভূক্ত করা হয়েছে। এছাড়া রাজবাড়ীর কালুখালী সহ বিভিন্ন থানায় বিভিন্ন ব্যক্তিকে দিয়ে কাল্পনিক ঘটনা উল্লেখে মামলা দায়েরের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে আমরা রাজবাড়ীর সাংবাদিক সমাজ সুস্পষ্টভাবে বলতে চাই, ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় কোন ব্যক্তি জড়িত থাকলে তার বিরুদ্ধে মামলা দায়ের সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে আমাদের কোন কথা নেই। কিন্তু কোন ঘটনার সাথে ন্যূনতম সম্পৃক্ততা নেই এমন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় আমরা হতবাক ও বিস্মিত। কারণ প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খান নিজের চোঁখের চিকিৎসার জন্য গত ১৯ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত দেশের বাইরে অবস্থান করেন এবং উমরা হজ্ব পালনের উদ্দেশ্যে গত ৬ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত সময়কাল দেশের বাহিরে অবস্থান করেন। কিন্তু দেশের বাইরে অবস্থানকালীন সময়ের ঘটনা উল্লেখে মামলা দায়ের ও আসামীর শ্রেণীভুক্ত করার ঘটনা সত্যিই অনভিপ্রেত। রাজবাড়ীর সাংবাদিক সমাজের পক্ষ থেকে এহেন ঘটনার তীব্র নিন্দা এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে উল্লেখিত মামলা সমূহ থেকে অব্যাহতির দাবী জানাচ্ছি। নইলে আইনের শাসন ও ন্যায় বিচার বাধাগ্রস্ত হয়ে পড়বে।