০৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদ ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ

রুবেলুর রহমান ॥
- আপডেট সময় : ০৬:৩৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
- / ৪৪ বার পড়া হয়েছে
দ্রব্য মূল্যের উর্দ্ধগতির প্রতিবাদ ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৭টার দিকে রাজবাড়ী পৌর জামায়াতে ইসলামী কার্যালয় থেকে পৌর জামায়াতে ইসলামীর আমির ডাঃ হাফিজুর রহমানের নের্তেৃত্বে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভটি শহরের প্রধান সড়ক ও বড় বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয় এসে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা দ্রব্য মুল্যের বাজার দর নিয়ন্ত্রণ ও পবিত্র রমজানের পবিত্রতা রক্ষার বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভে অন্যান্যের মধ্যে, রাজবাড়ী পৌর জামায়াতে ইসলামী সেক্রেটারী মাওলানা লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক রাসেল বিশ্বাস, পৌর যুব জামায়াতের সভাপতি মোঃ রাজু আহম্মেদ সহ অনেকে উপস্থিত ছিলেন।
ট্যাগস : Rajbaribd.com