5:06 pm, Monday, 17 March 2025

ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ ও মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা, নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়ে রাজবাড়ীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজবাড়ী জেলা শাখা, রাজবাড়ী সার্কেল এবং রাজবাড়ী সরকারি কলেজের প্রধান ফটকের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল, রাজবাড়ী সরকারি কলেজ শাখা মানববন্ধনে অংশ নেয়। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী, ডাঃ আবুল হোসেন কলেজ ছাত্রদল, পাংশায় ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী মহিলা দল রাজবাড়ী জেলা শাখার সভাপতি কুমকুম নজরুল, সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার প্রিয়া, সিনিয়র সহ-সভাপতি ফারজানা আক্তার ডেইজি, যুগ্ম সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি, সাংগঠনিক সম্পাদক রাজিয়া আক্তার। এছাড়া, রাজবাড়ী সার্কেলের হয়ে বক্তব্য রাখেন সাংবাদিক দেবাশীষ বিশ্বাস।

অপরদিকে ছাত্রদলের মানববন্ধনে বক্তব্য দেন, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহীন, রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর খান রনি, সাধারণ সম্পাদক রাজন মণ্ডল, সিনিয়র সহ-সভাপতি সুজন আলী, সহ-সভাপতি সামিরা রহমান, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, দপ্তর সম্পাদক তারেক রহমান। বক্তারা বলেন, দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি অথবা জনসমক্ষে পাথর নিক্ষেপের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হলে এমন অপরাধ কমে আসবে। রাজবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান তারা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন অংশগ্রহণকারীরা। এতে শিক্ষার্থী, কিশোরী, যুবতী ও বৃদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গোয়ালন্দে দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ ও মানববন্ধন

Update Time : 06:44:05 pm, Monday, 10 March 2025

নারীর প্রতি সহিংসতা, নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়ে রাজবাড়ীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজবাড়ী জেলা শাখা, রাজবাড়ী সার্কেল এবং রাজবাড়ী সরকারি কলেজের প্রধান ফটকের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল, রাজবাড়ী সরকারি কলেজ শাখা মানববন্ধনে অংশ নেয়। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী, ডাঃ আবুল হোসেন কলেজ ছাত্রদল, পাংশায় ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী মহিলা দল রাজবাড়ী জেলা শাখার সভাপতি কুমকুম নজরুল, সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার প্রিয়া, সিনিয়র সহ-সভাপতি ফারজানা আক্তার ডেইজি, যুগ্ম সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি, সাংগঠনিক সম্পাদক রাজিয়া আক্তার। এছাড়া, রাজবাড়ী সার্কেলের হয়ে বক্তব্য রাখেন সাংবাদিক দেবাশীষ বিশ্বাস।

অপরদিকে ছাত্রদলের মানববন্ধনে বক্তব্য দেন, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহীন, রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর খান রনি, সাধারণ সম্পাদক রাজন মণ্ডল, সিনিয়র সহ-সভাপতি সুজন আলী, সহ-সভাপতি সামিরা রহমান, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, দপ্তর সম্পাদক তারেক রহমান। বক্তারা বলেন, দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি অথবা জনসমক্ষে পাথর নিক্ষেপের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হলে এমন অপরাধ কমে আসবে। রাজবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান তারা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন অংশগ্রহণকারীরা। এতে শিক্ষার্থী, কিশোরী, যুবতী ও বৃদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।