১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

কামাল হোসেন ॥
  • আপডেট সময় : ০১:০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৬৫ বার পড়া হয়েছে

দেশব্যাপী ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে “ধর্ষক মুক্ত সমাজ চাই, নিরাপদ জীবন চাই” এই স্লোগানে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের ব্যানারেস রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন এলাকায় এসে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন, অঙ্কুর কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক আব্দুর রউফ হিটু, সাধারণ শিক্ষার্থী মো. হাসিবুল ইসলাম শিমুল, মিরাজুল মাজীদ তূর্য, মেহরাব শিকদার, ফাতেমা তুজ জহুরা, মোঃ সুমন, রাব্বী শেখ, সুবর্ণা, মাহমুদা সুলতানা কনা প্রমুখ। এসময় বক্তারা বলেন, দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে। প্রশাসন ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ব্যর্থ হলে জনগণ নিজেই বিচার হাতে তুলে নিতে বাধ্য হবে। তারা আরও বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হলে দ্রুত বিচার আইনের মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।

ট্যাগস : Rajbaribd.com

নিউজটি শেয়ার করুন

ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

আপডেট সময় : ০১:০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

দেশব্যাপী ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে “ধর্ষক মুক্ত সমাজ চাই, নিরাপদ জীবন চাই” এই স্লোগানে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের ব্যানারেস রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন এলাকায় এসে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন, অঙ্কুর কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক আব্দুর রউফ হিটু, সাধারণ শিক্ষার্থী মো. হাসিবুল ইসলাম শিমুল, মিরাজুল মাজীদ তূর্য, মেহরাব শিকদার, ফাতেমা তুজ জহুরা, মোঃ সুমন, রাব্বী শেখ, সুবর্ণা, মাহমুদা সুলতানা কনা প্রমুখ। এসময় বক্তারা বলেন, দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে। প্রশাসন ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ব্যর্থ হলে জনগণ নিজেই বিচার হাতে তুলে নিতে বাধ্য হবে। তারা আরও বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হলে দ্রুত বিচার আইনের মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।