2:55 pm, Sunday, 20 April 2025

বসন্তপুরে কাঠের ফ্রেমের চাপায় শ্রমিকের মৃত্যু

রাজবাড়ীতে কার্পেট তৈরির মেশিন বহন করার কাঠের ফ্রেমের চাপায় অয়ন আলী (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার রমজান আলীর ছেলে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে আর এম কার্পেট লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মিলের ক্রেন চালক মোঃ ইমরান হোসেন বলেন, বুধবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম থেকে মিলের কার্পেট তৈরির মেশিন নিয়ে কয়েকটি কন্টেইনার আসে। বৃহস্পতিবার সকালে ওই কন্টেইনার থেকে মেশিন নামানোর কাজ করছিল শ্রমিকরা। মেশিনগুলো বহন করার সুবিধার্থে মেশিনের নিচে কাঠের বড় ও ভারি ফ্রেম থাকে। সকাল ১০ টার দিকে কন্টেইনার থেকে একটি মেশিন ফ্লোরে নামানো হয়। এরপর কাঠের ফ্রেম থেকে মেশিনের আলাদা আলাদা লোহার যন্ত্রাংশগুলো ফ্লোরে নামানো হচ্ছিল। ফ্রেমের একপাশ থেকে যন্ত্রাংশগুলো নামানো হয়ে গেলে অপর পাশ ভারি হয়ে হালকা পাশ উঁচু হয়ে সব যন্ত্রাংশ ফ্লোরে পড়ে যায়। এ সময় ফ্রেমের উঁচু পাশ আবার সজোরে নিচে পড়ার সময় ফ্রেমের ভেতর দাঁড়িয়ে থাকা শ্রমিক অয়নের মাথায় আঘাত লাগে। এতে তিনি ফ্রেমের নিচে চাপা পড়েন। তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আর এম কার্পেট লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক মামুন মন্ডল বলেন, কাঠের ফ্রেমের নিচে চাপা পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এটি একটি দুঘর্টনা।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

‘মানুষ একটা ভাল নির্বাচনের জন্য অপেক্ষায় আছে’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

বসন্তপুরে কাঠের ফ্রেমের চাপায় শ্রমিকের মৃত্যু

Update Time : 06:29:50 pm, Thursday, 23 January 2025

রাজবাড়ীতে কার্পেট তৈরির মেশিন বহন করার কাঠের ফ্রেমের চাপায় অয়ন আলী (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার রমজান আলীর ছেলে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে আর এম কার্পেট লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মিলের ক্রেন চালক মোঃ ইমরান হোসেন বলেন, বুধবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম থেকে মিলের কার্পেট তৈরির মেশিন নিয়ে কয়েকটি কন্টেইনার আসে। বৃহস্পতিবার সকালে ওই কন্টেইনার থেকে মেশিন নামানোর কাজ করছিল শ্রমিকরা। মেশিনগুলো বহন করার সুবিধার্থে মেশিনের নিচে কাঠের বড় ও ভারি ফ্রেম থাকে। সকাল ১০ টার দিকে কন্টেইনার থেকে একটি মেশিন ফ্লোরে নামানো হয়। এরপর কাঠের ফ্রেম থেকে মেশিনের আলাদা আলাদা লোহার যন্ত্রাংশগুলো ফ্লোরে নামানো হচ্ছিল। ফ্রেমের একপাশ থেকে যন্ত্রাংশগুলো নামানো হয়ে গেলে অপর পাশ ভারি হয়ে হালকা পাশ উঁচু হয়ে সব যন্ত্রাংশ ফ্লোরে পড়ে যায়। এ সময় ফ্রেমের উঁচু পাশ আবার সজোরে নিচে পড়ার সময় ফ্রেমের ভেতর দাঁড়িয়ে থাকা শ্রমিক অয়নের মাথায় আঘাত লাগে। এতে তিনি ফ্রেমের নিচে চাপা পড়েন। তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আর এম কার্পেট লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক মামুন মন্ডল বলেন, কাঠের ফ্রেমের নিচে চাপা পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এটি একটি দুঘর্টনা।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।