রাজবাড়ীতে অগ্নিকাণ্ডে দোকান-বাড়িসহ ৫টি পরিবারের অর্ধ কোটি টাকার ক্ষতি
- আপডেট সময় : ১২:২৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
- / ৭৭ বার পড়া হয়েছে
রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজারে এক অগ্নিকাণ্ডে দোকান-বাড়িসহ ৫টি পরিবারের অর্ধ কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।
শনিবার (০৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়, যা লিটন কুমার দাস, শ্যামল কুমার দাস, কমল কুমার দাস, পরিমল কুমার দাসের বসতবাড়ি এবং কমল কুমার দাসের মুদি দোকান ও রফিকের সু স্টোরকে পুড়িয়ে দেয়।ক্ষতিগ্রস্ত লিটন কুমার দাস জানান, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে আমাদের ৩টি ঘর, দোকানপাট, টিভি, ফ্রিজ, স্বর্ণালংকার এবং নগদ টাকাসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।” অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাজবাড়ী ও বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাজারের অন্যান্য দোকানপাট রক্ষা পায়।বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোরশেদ আলম বলেন, “আগুনে পরিবারটির সর্বস্ব পুড়ে গেছে এবং সু স্টোরেও ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিস কর্মীদের দ্রুত পদক্ষেপে আরও বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে।”
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, “তাদের তৎপরতার কারণে বাজারের অন্যান্য দোকানপাট রক্ষা পেয়েছে।”