রাজবাড়ীতে আরাম ঘর শিশু নিকেতনের পরিবেশনায় এবং আরাম ঘরের আয়োজনে শুক্রবার (২০ ডিসেম্বের) অনুষ্ঠিত হয়েছে গজল সন্ধ্যা। রাজাড়ী শহরের টি এন্ড টি পাড়া সংলগ্ন জমিদার বাড়ীতে অবস্থিত আরাম ঘরের স্থায়ী মঞ্চে সংগঠনের সদস্যরা গজল ও কাওয়ালী পরিবেশন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাম ঘরের কর্ণধার সাংবাদিক লিটন চক্রবর্তী। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন রেজাউল কবির স্বপন। সংগীত পরিচালনা সহ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আরাম ঘর শিশু নিকেতনের কো-অডিনেটর রেজওয়ান হোসেন রিজু।