রাজবাড়ীতে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ হারুন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু, আব্দুস সালাম মিয়া, রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান লিখন, জেলা কৃষকদলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহীন প্রমুখ।
বক্তারা বলেন, জিয়া পরিবারকে ধীরে ধীরে শেষ করার চেষ্টা করেছিল শেখ হাসিনা। দেশ ছেড়ে পালিয়ে গেলেও বিদেশে বসে বিভিন্ন ষড়যন্ত্র করছে। বর্তমান সরকারের নিকট সুষ্ঠু নির্বাচনের দাবী জানাচ্ছি। বেগম খালেদা জিয়ার পুত্র ও তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো একজন ক্রিড়া সংগঠক। তার আত্মার মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করা হয়। গণতন্ত্র প্রতিষ্ঠায় যদি ইউনুস সরকার বাধা হয়, তার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবো।
পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
12:13 pm, Sunday, 20 April 2025
News Title :
রাজবাড়ীতে কোকোর মৃত্যুবার্ষিকী পালিত
-
সোহেল রানা ॥
- Update Time : 12:48:59 pm, Sunday, 26 January 2025
- 71 Time View
Tag :
Popular Post