ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী‌তে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার ॥
  • আপডেট সময় : ১১:৩৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২০ বার পড়া হয়েছে

‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমা‌দের অঙ্গীকার’ এই প্রতিপাদ‌্যকে বু‌কে ধারন করে রাজবাড়ীতে জাতীয় গ্রন্থাগার দিবস পা‌লিত হ‌য়েছে।

বুধবার সকা‌লে জেলা প্রশাসন ও জেলা সরকারী গ্রন্থাগারের যৌথ আয়োজ‌নে ‌জেলা প্রশাসকের আম্রকানন চত্বর থে‌কে শহ‌রে একটি র‌্যা‌লি বের হয়। র‌্যা‌লি‌টি শহ‌রের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে  রাজবাড়ী জেলা সরকারী গ্রন্থাগা‌রে এসে বেলুন উড়ি‌য়ে দিবস‌টির উদ্বোধন করা হয়। প‌রে সেখা‌নে রাজবাড়ী জেলা সরকারী গ্রন্থাগা‌রের লাইব্রেরিয়ান শামসুন নাহারের সভাপ‌তিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অ‌তিথি হিসাবে উপ‌স্থিত ছি‌লেন, রাজবাড়ী অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) ইমরুল হাসান। প‌রে মজান বিজয় দিবস ও গ্রন্থাগার দিবস উপল‌ক্ষে আয়ো‌জিত বি‌ভিন্ন প্রতি‌যো‌গিতায় বিজয়ী শিক্ষার্থী‌দের হা‌তে পুরস্কার তু‌লে দেন অতিথিরা।

ট্যাগস : Rajbaribd.com

নিউজটি শেয়ার করুন

রাজবাড়ী‌তে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

আপডেট সময় : ১১:৩৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমা‌দের অঙ্গীকার’ এই প্রতিপাদ‌্যকে বু‌কে ধারন করে রাজবাড়ীতে জাতীয় গ্রন্থাগার দিবস পা‌লিত হ‌য়েছে।

বুধবার সকা‌লে জেলা প্রশাসন ও জেলা সরকারী গ্রন্থাগারের যৌথ আয়োজ‌নে ‌জেলা প্রশাসকের আম্রকানন চত্বর থে‌কে শহ‌রে একটি র‌্যা‌লি বের হয়। র‌্যা‌লি‌টি শহ‌রের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে  রাজবাড়ী জেলা সরকারী গ্রন্থাগা‌রে এসে বেলুন উড়ি‌য়ে দিবস‌টির উদ্বোধন করা হয়। প‌রে সেখা‌নে রাজবাড়ী জেলা সরকারী গ্রন্থাগা‌রের লাইব্রেরিয়ান শামসুন নাহারের সভাপ‌তিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অ‌তিথি হিসাবে উপ‌স্থিত ছি‌লেন, রাজবাড়ী অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) ইমরুল হাসান। প‌রে মজান বিজয় দিবস ও গ্রন্থাগার দিবস উপল‌ক্ষে আয়ো‌জিত বি‌ভিন্ন প্রতি‌যো‌গিতায় বিজয়ী শিক্ষার্থী‌দের হা‌তে পুরস্কার তু‌লে দেন অতিথিরা।