রাজবাড়ীতে জামায়াতে ইসলামী’র প্রস্তুতিসভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০১:২৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ৮১ বার পড়া হয়েছে
আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মীসভা সফল করতে প্রস্তুতি সভা করেছে দলটির রাজবাড়ী জেলা শাখা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের শ্রীপুরে জামায়াতে ইসলামী’র কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমীর অ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর মোঃ হাসমত আলী হাওলাদার, সেক্রেটারি মোঃ আলীমুজ্জামান, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মোঃ হেলালউদ্দিন, পৌর শাখার আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমান। বক্তারা আগামী ২৮ ফেব্রুয়ারির কর্মীসভা সফল করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন এবং কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। উল্লেখ্য, এ কর্মী সম্মেলনে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নেতারা।