ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী‌তে ট্রাক চাপায় মা নিহত ও মে‌য়ে আহত

স্টাফ রিপোর্টার ॥
  • আপডেট সময় : ০৬:৪০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • / ৭১ বার পড়া হয়েছে

রাজবাড়ী সদর উপ‌জেলার সুলতানপুরে ট্রাক চাপায় রিমা খাতুন (৩৩) না‌মে এক নারীর মৃত‌্যু হ‌য়েছে এবং এ ঘটনায় আহত হ‌য়ে‌ছে ইয়ামনা (৪) নামের এক শিশু। বুধবার দুপুর দেড়টার দি‌কে সুলতানপু‌রের কৈজুড়ী এলাকায় এ দূর্ঘটনা ঘ‌টে। নিহত রিমা বা‌নিয়ারীর ইয়া‌সিন আলীর স্ত্রী।

এদি‌কে এ ঘটনায় ফরিদপুর ধুল‌দি রাজাপু‌রের সিরাজ শে‌খের ছেলে  ঘাতক ট্রাক চালক পার‌ভেজ শেখ (২৪) সহ ট্রাক‌টিকে আটক করা হ‌য়ে‌ছে।

জানা‌ গে‌ছে, ভ‌্যান যো‌গে রিমা খাতুন ও তার মে‌য়ে বাড়ীর ফেরার প‌থে সুলতানপুরের কৈজুড়ী‌তে মধুখালী থেকে ছে‌ড়ে আসা খুলনা মেট্রো (ট- ১১-১৯৮৫) ট্রাক‌টি ভ‌্যান‌টিকে চাপা দেয়। এতে দুম‌রে মুচ‌রে যায় ভ‌্যান‌টি এবং ভ‌্যান থেকে ছিট‌কে সড়‌কে প‌রে ঘটনাস্থ‌লেই মারা যান ভ‌্যান যাত্রী রিমা খাতুন। এ সময় আহত হয় তার মে‌য়ে ইয়ামনা। প‌রে তা‌দের‌কে রাজবাড়ী সদর হাসপাতা‌লে আনা হ‌লে জরুরী বিভা‌গের কর্তব‌্যরত চি‌কিৎসক রিমা খাতুন‌কে মৃত ঘোষনা ও তার মে‌য়ে ইয়ামনা‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য ফ‌রিদপুর মে‌ডি‌কে‌ল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হয়ে‌ছে।

রাজবাড়ী সদর থানার ও‌সি মাহমুদুর রহমান দূর্ঘটনায় নিহ‌তের এর সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ঘাতক ট্রাক সহ চালকে আটক করা হ‌য়েছে।

ট্যাগস : Rajbaribd.com

নিউজটি শেয়ার করুন

রাজবাড়ী‌তে ট্রাক চাপায় মা নিহত ও মে‌য়ে আহত

আপডেট সময় : ০৬:৪০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ী সদর উপ‌জেলার সুলতানপুরে ট্রাক চাপায় রিমা খাতুন (৩৩) না‌মে এক নারীর মৃত‌্যু হ‌য়েছে এবং এ ঘটনায় আহত হ‌য়ে‌ছে ইয়ামনা (৪) নামের এক শিশু। বুধবার দুপুর দেড়টার দি‌কে সুলতানপু‌রের কৈজুড়ী এলাকায় এ দূর্ঘটনা ঘ‌টে। নিহত রিমা বা‌নিয়ারীর ইয়া‌সিন আলীর স্ত্রী।

এদি‌কে এ ঘটনায় ফরিদপুর ধুল‌দি রাজাপু‌রের সিরাজ শে‌খের ছেলে  ঘাতক ট্রাক চালক পার‌ভেজ শেখ (২৪) সহ ট্রাক‌টিকে আটক করা হ‌য়ে‌ছে।

জানা‌ গে‌ছে, ভ‌্যান যো‌গে রিমা খাতুন ও তার মে‌য়ে বাড়ীর ফেরার প‌থে সুলতানপুরের কৈজুড়ী‌তে মধুখালী থেকে ছে‌ড়ে আসা খুলনা মেট্রো (ট- ১১-১৯৮৫) ট্রাক‌টি ভ‌্যান‌টিকে চাপা দেয়। এতে দুম‌রে মুচ‌রে যায় ভ‌্যান‌টি এবং ভ‌্যান থেকে ছিট‌কে সড়‌কে প‌রে ঘটনাস্থ‌লেই মারা যান ভ‌্যান যাত্রী রিমা খাতুন। এ সময় আহত হয় তার মে‌য়ে ইয়ামনা। প‌রে তা‌দের‌কে রাজবাড়ী সদর হাসপাতা‌লে আনা হ‌লে জরুরী বিভা‌গের কর্তব‌্যরত চি‌কিৎসক রিমা খাতুন‌কে মৃত ঘোষনা ও তার মে‌য়ে ইয়ামনা‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য ফ‌রিদপুর মে‌ডি‌কে‌ল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হয়ে‌ছে।

রাজবাড়ী সদর থানার ও‌সি মাহমুদুর রহমান দূর্ঘটনায় নিহ‌তের এর সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ঘাতক ট্রাক সহ চালকে আটক করা হ‌য়েছে।