রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- আপডেট সময় : ০৭:০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
- / ৫১ বার পড়া হয়েছে
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে ৬০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে ঢাকা থেকে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
বসন্তপুর স্টেশন বাজার লেভেল ক্রসিংয়ের গেট কিপার মাসুম খান জানান, নিহত নারী রাস্তায় ঘুরে বেড়ানো পাগল বলে ধারণা করা হচ্ছে। রেললাইন দিয়ে হাঁটার সময় দ্রুতগতির ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। ভোরে স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের মাথা ও পেটে ট্রেনে কাটা পড়ার চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, “ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।মরদেহ শনাক্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।