রাজবাড়ীতে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট সহ ধর্মীয় অনুভূতিতে আঘাত করে উস্কানি মূলক পোস্ট দেওয়ায় মোঃ ফরহাদ (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে।
রাজবাড়ী সদর থানার এসআই মোঃ শরীফ মফিজুর রহমান বলেন, মোঃ ফরহাদ ফেসবুকে শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে জন-শৃঙ্খলা বিনষ্ট ও বিভিন্ন শ্রেনী ও সম্প্রদায়ের মধ্য শত্রুতা ও ঘৃনা এবং সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট সহ ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং উস্কানিমূলক পোস্ট দেয়। এতে এলাকার জনসাধারণ ও বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে প্রতিক্রিয়া ও বিদ্বেষ সৃষ্টি করে। এলাকার জনসাধারণ রাজবাড়ী সদর থানা পুলিশকে জানালে দ্রুত রাজবাড়ী সদর থানার মাটিপাড়া গ্রামের মোঃ ফরহাদের বাড়িতে উপস্থিত হই। তাকে গ্রেপ্তার করাসহ ফোনের ফেসবুক চেক করলে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে এসআই শরীফ মফিজুর রহমান তার ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করেন এবং সদর থানায় বৃহস্পতিবার সাইবার নিরাপত্তা আইনে বাদী হয়ে ২জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
রাজবাড়ীতে ধর্মীয় উস্কানীমূলক পোস্ট দেওয়ায় যুবক গ্রেপ্তার
-
স্টাফ রিপোর্টার ॥
- Update Time : 08:38:47 pm, Thursday, 10 October 2024
- 190 Time View