রাজবাড়ীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
- আপডেট সময় : ১০:৪৯:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৮ বার পড়া হয়েছে
“বৈষম্য নিপাত যাক-পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তি পাক” এ স্লোগানকে সামনে রেখে বৈষম্য দুরীকরণসহ অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের দাবীতে রাজবাড়ীতে মানবন্ধন কর্মসুচী ও স্মারকলিপি প্রদান করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসুচীর আয়োজন করে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সকাল ১১ থেকে বেলা ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী চলা মানববন্ধন কর্মসুচীতে রাজবাড়ীর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোঃ আব্দুল বাছেদ, আব্দুল্লাহ আল মামুন, মোঃ ফিরোজ হোসেন, মোঃ রাসেল আহম্মেদ, মোঃ শাহীন আলম, জিজিএম মোহাম্মদ আব্দুর রব বক্তৃতা করেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ পল্লী বিদ্যুৎ সমিতিতে বৈষম্য চলে আসছে। কথায় কথায় চাকুরি থেকে ছাটাই করা হয়। কোন বোনাস দেওয়া হয় না। এমনকি কর্মঘন্টারও নিশ্চয়তা নেই। যে কারণে বৈষম্য দুরীকরণসহ অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের দাবীতে আন্দোলনে নেমেছেন তারা। দাবী আদায় না হওয়া পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে আন্দোলন চালিয়ে যাবেন তারা। পরে রাজবাড়ীর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।