ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী‌তে পৌর বিএন‌পি’র সাংবা‌দিক স‌ম্মেলন

রুবেলুর রহমান ॥
  • আপডেট সময় : ০৭:০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১২২ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে রাজ‌নৈ‌তিক স্বার্থ চ‌রিতা‌র্থের ল‌ক্ষে পৌর বিএনপির সভাপ‌তি তোফা‌জ্জেল হোসেন মিয়া ও সাধারন সম্পাদক এমএ খা‌লেদ পা‌ভেলের বিরু‌দ্ধে মিথ‌্যা অপপ্রচা‌রের প্রতিবা‌দে সাংবা‌দিক স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হ‌য়েছে। শ‌নিবার দুপু‌রে রাজবাড়ী জেলা বিএন‌পির কার্যাল‌য়ে পৌর বিএন‌টির আয়োজ‌নে এ সংবাদ স‌ম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব‌্য রা‌খেন, রাজবাড়ী পৌর বিএনপির সভাপ‌তি ও সা‌বেক মেয়র তোফা‌জ্জেল হোসেন মিয়া, সাধারন সম্পাদক এমএ খা‌লেদ পা‌ভেলের, পৌর বিএন‌পির সা‌বেক আহ্বায়ক মাহবুব চৌধুরী দুলাল প্রমূখ।
বক্তারা অ‌ভি‌যোগ ক‌রে ব‌লেন, গতকাল বিএন‌পির জাতীয় নির্বাহী ক‌মি‌টির সদস‌্য, জেলা বিএন‌পির সা‌বেক সভাপ‌তি ও সা‌বেক এম‌পি আলী নেওয়াজ মাহমুদ খৈয়‌মের বাসভব‌নে জেলা যুবদ‌লের নেতাকর্মীরা সংবাদ স‌ম্মেল‌নের মাধ‌্যমে রাজনৈ‌তিক স্বার্থ চ‌রিতা‌র্থের জন‌্য পৌর বিএন‌পির নির্বা‌চিত সভাপ‌তি তোফা‌জ্জেল হো‌সেন মিয়া ও সাধারন সম্পাদক এমএ খা‌লেদ পা‌ভেল সর্ম্পকে কটু‌ক্তি ক‌রে‌ছে। যা সম্পূর্ণ মিথ‌্যা ও ভিত্তিহীন। বিগত দি‌নে দ‌লের দুঃস‌ময়ে জেলা বিএন‌পির আহ্বায়ক এ‌্যাডঃ লিয়াকত আলী ও সদস‌্য স‌চিব এ‌্যাডঃ কামরুল আল‌ম এবং যুগ্ম আহ্বায়ক এ‌্যাডঃ আসলাম মিয়া ও জেলা বিএন‌পির সা‌বেক সাধারন সম্পাদক হারুন অর র‌শি‌দ হারু‌নের নেতৃৃ‌ত্বে পৌর বিএন‌পিসহ অঙ্গ সংগঠন সকল আন্দোলন সংগ্রা‌মে তারা রাজপ‌থে ছি‌লেন। কিন্তু সা‌বেক এম‌পি খৈয়ম সা‌হেবের অনুসারী‌দের দেখা যায় নাই। যার সব প্রমান তা‌দের কা‌ছে আছে। দেশ ও দ‌লের স্বা‌র্থে মিথ‌্যাচার না ক‌রে সকল ভেদা‌ভেদ ভু‌লে সবাই এক হ‌য়ে তা‌রেক রহমা‌নের ৩১ দফা বাস্তবায়নসহ দল‌কে সুসংগ‌ঠিত করার আহ্বান জানান।
ট্যাগস : Rajbaribd.com

নিউজটি শেয়ার করুন

রাজবাড়ী‌তে পৌর বিএন‌পি’র সাংবা‌দিক স‌ম্মেলন

আপডেট সময় : ০৭:০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
রাজবাড়ীতে রাজ‌নৈ‌তিক স্বার্থ চ‌রিতা‌র্থের ল‌ক্ষে পৌর বিএনপির সভাপ‌তি তোফা‌জ্জেল হোসেন মিয়া ও সাধারন সম্পাদক এমএ খা‌লেদ পা‌ভেলের বিরু‌দ্ধে মিথ‌্যা অপপ্রচা‌রের প্রতিবা‌দে সাংবা‌দিক স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হ‌য়েছে। শ‌নিবার দুপু‌রে রাজবাড়ী জেলা বিএন‌পির কার্যাল‌য়ে পৌর বিএন‌টির আয়োজ‌নে এ সংবাদ স‌ম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব‌্য রা‌খেন, রাজবাড়ী পৌর বিএনপির সভাপ‌তি ও সা‌বেক মেয়র তোফা‌জ্জেল হোসেন মিয়া, সাধারন সম্পাদক এমএ খা‌লেদ পা‌ভেলের, পৌর বিএন‌পির সা‌বেক আহ্বায়ক মাহবুব চৌধুরী দুলাল প্রমূখ।
বক্তারা অ‌ভি‌যোগ ক‌রে ব‌লেন, গতকাল বিএন‌পির জাতীয় নির্বাহী ক‌মি‌টির সদস‌্য, জেলা বিএন‌পির সা‌বেক সভাপ‌তি ও সা‌বেক এম‌পি আলী নেওয়াজ মাহমুদ খৈয়‌মের বাসভব‌নে জেলা যুবদ‌লের নেতাকর্মীরা সংবাদ স‌ম্মেল‌নের মাধ‌্যমে রাজনৈ‌তিক স্বার্থ চ‌রিতা‌র্থের জন‌্য পৌর বিএন‌পির নির্বা‌চিত সভাপ‌তি তোফা‌জ্জেল হো‌সেন মিয়া ও সাধারন সম্পাদক এমএ খা‌লেদ পা‌ভেল সর্ম্পকে কটু‌ক্তি ক‌রে‌ছে। যা সম্পূর্ণ মিথ‌্যা ও ভিত্তিহীন। বিগত দি‌নে দ‌লের দুঃস‌ময়ে জেলা বিএন‌পির আহ্বায়ক এ‌্যাডঃ লিয়াকত আলী ও সদস‌্য স‌চিব এ‌্যাডঃ কামরুল আল‌ম এবং যুগ্ম আহ্বায়ক এ‌্যাডঃ আসলাম মিয়া ও জেলা বিএন‌পির সা‌বেক সাধারন সম্পাদক হারুন অর র‌শি‌দ হারু‌নের নেতৃৃ‌ত্বে পৌর বিএন‌পিসহ অঙ্গ সংগঠন সকল আন্দোলন সংগ্রা‌মে তারা রাজপ‌থে ছি‌লেন। কিন্তু সা‌বেক এম‌পি খৈয়ম সা‌হেবের অনুসারী‌দের দেখা যায় নাই। যার সব প্রমান তা‌দের কা‌ছে আছে। দেশ ও দ‌লের স্বা‌র্থে মিথ‌্যাচার না ক‌রে সকল ভেদা‌ভেদ ভু‌লে সবাই এক হ‌য়ে তা‌রেক রহমা‌নের ৩১ দফা বাস্তবায়নসহ দল‌কে সুসংগ‌ঠিত করার আহ্বান জানান।